কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের ৫টি ইউনিয়ন নিয়ে বৃহত্তর ঈদগাঁওবাসীর বহুল প্রতিক্ষীত ঈদগাঁও উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পাস হয়েছে।
যেসকল ইউনিয়ন নিয়ে নবগঠিত ঈদগাঁও উপজেলা গঠন করা হয়েছে সেগুলো হচ্ছে ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর এবং পোকখালী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নতুন উপজেলা গঠন ও সীমানা সম্প্রসারণের বিষয়গুলো অনুমোদনের জন্য আজ সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্তসমুহ অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, ঈদগাঁওকে উপজেলায় উন্নীতকরনের জন্য যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা হলেন রামু কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, বৃহত্তর ঈদগাঁওর ৩ কৃতি সন্তান যথাক্রমে-স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম।
এদিকে ঈদগাঁওকে উপজেলায় উন্নীতকরনের প্রস্তাব অনুমোদন করায় বৃহত্তর ঈদগাঁওবাসী বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
















