করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জনের মৃ’ত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃ’ত্যু হয়েছে ১৯ হাজার ৪৬ জনের।
শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জন। শনাক্তের হার ৩২.৫৫। দেশে এ পর্যন্ত ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনের দেহে করোনা ধরা পড়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
















