বিনোদন ডেক্স: পার্সোনাল কিছু সমস্যার পর থিয়েটার অভিনেত্রী- অর্পা অনেকটাই গুছিয়ে উঠেছেন। বেশ কয়েক বছর তিনি মিডিয়ায় অনুপস্থিত ছিলেন। মূলত পারিবারিক জটিলতা তাকে মিডিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিল। এখন নিয়মিত অভিনয় করবেন বলে জানান।
এবারের ঈদে তরুণ নির্মাতা অমিত নাথ এর সিনেমায় প্রধান চরিত্রে চুক্তি বদ্ধ হয় অর্পা এ থেকে প্রতীয়মান হয় রুপার মিডিয়ায় সরব হয়েছেন। অর্পা বলেন, এখন শুধু থিয়েটার নয় আমি সিনেমার অভিনয়টা যেটা আমার সপ্ন সেটা করে যেতে চাই। আর কিছু মাথায় নিতে চাই না।
আমার ক্যারিয়ারের সব চেয়ে সুসময়ে দূরে সরে গিয়েছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা করতাম তাহলে হয়তো এই চিত্রটা পাল্টে যেতে পারতো। তখন ছোট থাকায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে ভুল থেকেও অনেক কিছু শিখেছি।
বিয়ে ও সংসার নিয়ে তিনি বলেন, আপাতত সংসার, বিয়ে এসব নিয়ে ভাবছি না। যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে। যখন হওয়ার তখন হবে। এখন ক্যারিয়ার ও আমার পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চাই। এদিকে সিনেমার অভিনয়ের পাশাপাশি, নাটকে ও কাজ করবেন বলে জানান অর্পা।