সমাজ ও সংস্কৃতি চর্চাঙ্গন চট্টল সুরাঙ্গনের ‘ষড়ঋতুর গানে নবান্নের ঘ্রাণে’ শিরোনামে ঋতুপরিক্রমাভিত্তিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ সিআরএস টিভি স্টুডিও হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুক্তা সরকারের সভাপতিত্বে এবং সংস্কৃতিজন উত্তম কুমার আচার্য্যের সঞ্চালনায় ও শিল্পী সৈয়দ জিয়ার সংগীতায়োজনে অনুষ্ঠানটি চট্টল সুরাঙ্গনের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে দেশাত্ববোধক গান দিয়ে শুরু হয়।
এরপর বাংলার ছয়টি ঋতুর ক্রম অনুযায়ী গান করেন শিল্পী সত্যজিৎ দাশ, প্রমি, পূর্বা চৌধুরী, তাপস চৌধুরী, মৌমিতা দাশগুপ্ত মম, রাই নন্দিনী, মৌসুমী আচার্য্য, সৈয়দ জিয়া, ইকবাল পিন্টু, অরুন চক্রবর্তী, হাসনা জান্নাত মিকাত, সেলিম নূর, রিতু বড়ুয়া ও দিদারুল ইসলাম দিদার।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী লুবনা ও সালমা জাহান। এরপর চট্টল সুরাঙ্গনের দলীয় সংগীত সংগঠনের শিল্পীদের সমবেত কন্ঠে পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, গীতিকার আবছার উদ্দিন অলি, ডা. আরকে রুবেল, শিল্পী রিফাত চৌধুরী লিজা, বিপ্লব চক্রবর্তী তুহিন, পুলক চন্দ।
এ আয়োজনটির সাথে ছিলো নতুন চালের গরম গরম ভাপা পিঠা ও মুড়ির মোয়ায় আপ্যায়ন পর্ব। মিডিয়া পার্টনার ছিলো সিআরএস টিভি।
















