কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের পিটিস্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ জব্দ করে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা পুলিশ এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- ইউনুছের ছেলে মো. আলম (২৪), মৃত আমির হামজার ছেলে আব্দুর রহিম (৩৬) ও আবুল হোসেনের ছেলে সিরাজ (২৬) এবং নুরুল আবছার (৩০)। তারা রামু রশিদনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, তাদের কাছ থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
















