কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় তামান্না জান্নাত (২০) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে।
শুক্রবার ১৬ জুলাই সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ঝাপুয়া এলাকার মোহাম্মদ ফরহাদের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী বদরখালী ইউনিয়নের সাডডালিয়া পাড়া গ্রামের ফরিদুল আলমের মেয়ে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তামান্নার শ্বশুর বাড়িতে পারিবারিক কলহ চলে আসছিল। এজন্য তিন মাস যাবত বাপের বাড়িতে ছিল তামান্না। বিষয়টি স্থানীয় সাবেক মেম্বার রশিদ ও বদরখালীর মেম্বার তারেকুল ইসলাম সমঝোতা করে সম্প্রতি বদরখালীর পিতার বাড়ি থেকে তাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন।
গতকাল বৃহস্পতিবার রাতে তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। সকালে তামান্না বিষপান করলে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে পরে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়ায় মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
নিহত গৃহবধূ তামান্নার মা হাসিনা বেগম জানান, তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে মুখে বিষ ঢেলে খুন করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অন্যদিকে তার শ্বশুর আমির হোসেন জানান, পানের বরজের জন্য আনা বিষ পান করলে আমরা সাথে সাথে তার বাপের বাড়িতে জানায় এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার নিশ্চিত করে কালারমার ছড়ার ইউপি চেয়ারম্যান তারেক শরীফ বলেন, এটা হত্যা কিনা আত্মহত্যা তা পুলিশ তদন্ত করলে বের হয়ে আসবে।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
















