কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি মেশিনসহ বিপুল পরিমাণ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে বন বিভাগ। ওই সময় জড়িত থাকার অপরাধে নুরুল আলম (৫৫) নামে এক জনকে আটক করেছে।
বনবিভাগ গোপন সংবাদের ভিক্তিতে বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পালংখালী ফারিরবিল কোণারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো: শফিউল আলম বলেন, কিছু লোক পাহাড়ে অবৈধ মাটি কাটছিল। শুরুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে মেশিন এবং বালি উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় বন আইনে মামলা রুজু করা হবে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: তাজ উদ্দিন বলেন, অবৈধ পাহাড় কাটার অপরাধে ঘটনাস্থলে ১ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
অভিযানে বিট কর্মকর্তা মো: রাকিব হোসেনসহ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
















