সমীরণ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি: চলমান কঠোর লকডাউনে কাপ্তাইয়ে প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও অলিতে গলিতে তাদের টহল দিতে দেখা গেছে।
সেনাবাহিনীর কাপ্তাই ২৩ ইস্ট বেংগল, ওয়াগ্গা ৪১ বিজিবি, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ এবং আনসার সদস্যরা চলমান কঠোর লকডাউনে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকা কর্মকর্তাদের সহায়তা করে আসছেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশরা স্ব- স্ব এলাকায় লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা করে আসছেন।
আজ বুধবার (৭ জুলাই) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত করতে আমরা প্রতিদিন সচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি, এমনকি আমরা দূর্গম অঞ্চলের অলি গলি এবং পাড়া মহল্লায় গিয়ে জনগণকে ঘরে থাকার ব্যাপারে সচেতন করে আসছি।
আমাদের এই চলমান লকডাউনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশ এর সদস্যরা আমাদেরকে সহায়তা করে আসছেন।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, কঠোর লকডাউনে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সকাল হতে রাত পর্যন্ত মাঠে অবস্থান নিয়ে কাপ্তাই উপজেলায় সংক্রামন কমাতে আপ্রাণ চেষ্টা করে আসছেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ সদস্যরা সকাল হতে রাত অবধি থেকে মাঠ পর্যায়ে থেকে প্রশাসনকে সহায়তা করে আসছেন।
১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী এবং ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, চলমান কঠোর লকডাউন এ কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত করতে উপজেলা প্রশাসনের সাথে জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরাও সহায়তা করে আসছেন।