চট্টগ্রাম: চট্টগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে কবির বৈচিত্র্যময় জীবন স্মরণে ‘অস্তপারের সন্ধ্যা তারায়’ শীর্ষক সাংস্কৃতিক স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে রাইজ এন্ড শাইন স্কুল, দখিন হাওয়া ও দখিনা প্রোডাকশন।
চট্টগ্রাম সিটর ফয়েজ লেকস্থ দখিন হাওয়ার মিলনায়তনে ফারহানা শারমিনের সভাপতিত্বে ও কবি সায়েম উদ্দীনের সঞ্চালনায় স্মরণ সন্ধ্যায় প্রধান আলোচক ছিলেন নাট্যজন জাহেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাইজ এন্ড শাইন স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আবৃত্তিশিল্পী মেজবাহ চৌধুরী।
নজরুলের কবিতা আবৃত্তি ও অনুভূতি ব্যক্ত করেন ইতি সর্ববিদ্যা পুষ্পা, গোলাম সাদেক, অর্ণব বড়ুয়া, মিরাজ, সাদেক, আদিত্য দাস, স্যামুয়েল, মিহির।
জাহেদুল আলম কবির যাপন ও জীবনবোধে সাম্যচিন্তা, দ্রোহ, বঞ্চনাসহ তৎকালীন শাসকশ্রেণির অত্যাচার-নিপীড়নের নানা দিক তুলে ধরেন।