স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প সোশ্যাল সার্ভিসেস’ এর উদ্যোগে পথচারী ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পহেলা রমজান সন্ধ্যায় উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী। এতে বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন ডিজিসল গ্লোবাল লিমিটেড এর পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান। সংগঠনের অন্যন্য উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোঃ শাহাদাত হোসেন, মোঃ রেজাউল করিম প্রমুখ।
বক্তারা এ ধরনের সেবা কার্যক্রমে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। এ মাসে এবাদতের পাশাপাশি আমাদেরকে আর্ত মানবতার সেবায় আত্মনিয়োগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।
এনইউ /জই