পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন বাজারে ক্রয় মূল্য বিক্রয় বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেছে ভাটিখাইন উন্নয়ন ফোরাম।
রোববার (১০ নভেম্বর) সকালে ভাটিখাইন ইউনিয়ন বাজারের এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রাক্তন চেয়ারম্যান মাহবুব আলম।
ভাটিখাইন উন্নয়ন ফোরামের বিক্রয় কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে মাহবুব আলম বলেন, ‘বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনতে ছোট পরিসরে এ উদ্যোগ। বাজারে যে মূল্য তালিকা রয়েছে, সেটার তুলনায় প্রত্যেক পণ্যের মূল্য ১০-২০ টাকা কমিয়ে বিক্রি করা হচ্ছে।’
প্রতি রোববার ও বৃহস্পতিবার সকাল নয় থেকে এই বাজার থেকে সুলভ দামে তাজা সবজি কিনতে পারবেন এলাকাবাসী। সবজি ছাড়াও দশ টাকা কম মূল্যে মুরগী ও মাছ বিক্রি করা হয়েছে। মাসের প্রথম সাপ্তাহে সুলভ দামে গরু ও ছাগলের মাংস বিক্রি করা হবে।
এ সময় ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক আশিকুল মোস্তাফা তাইফুর সঞ্চালনাই উপস্থিত ছিলেন রফিক আহমদ, ফোরামের সদস্য ভাটিখাইন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মো.তালেব, কাজী মাসুম, জয়নাল আবেদিন টিপু, ভাটিখাইন উন্নয়ন ফোরামের সহযোগী সদস্যরা।