চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পাহাড়তলী রেলওয়ে বাজারে তদারকি কার্যক্রম চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়।
সোমবার (৭ অক্টোবর) ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন ও আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ কার্যক্রম চালানো হয়।
তদারকিকালে পাহাড়তলী রেলওয়ে বাজারে রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়তকে বেশি দামে পণ্য বিক্রি করায় দশ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোর ও নাসির ট্রেডার্সকে চার হাজার টাকা করে এবং মোতালেব মিয়ার দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়
চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে, সে ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় ছিলেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) টিম সহায়তা করে।