চকরিয়া, কক্সবাজার: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে পূর্ব বড় ভেওলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে কক্সবাজারমুখী একটি ট্রেন চট্টগ্রাম থেকে আসছিল। এ সময় চকরিয়ার পূর্ব বড় ভেওলায় ট্রেনটি পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় অজ্ঞাত এক ব্যক্তি। তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।
চকরিয়ার স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, তিনি নিহতের ভিডিও ক্লিপ পেয়েছেন। লোকবল না থাকায় ব্যাপারটি তদারকি করার সুযোগ পাননি।
কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, ‘চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন। তবে, তার পরিচয় পাওয়া যায়নি। মানুষের অসচেতনতার কারণে এ দুর্ঘটনাগুলো ঘটছে।’
















