সীতাকুণ্ড, চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা বিএনপির নতুন নির্বাচিত আহ্বায়ক কমল কদরকে ফুল দিয়ে বরণ করেছে কুমিরা ইউনিয়ন বিএনপি।
বুধবার (৪ সেপ্টেম্বর) কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসাইন নেতৃত্বে তাকে বরণ করা হয়।
এ সময় বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাতী দলের নেতৃবৃন্দ মত বিনিময় ও শুভেচ্চছা জানান।
কমল কদর বলেন, ‘দলের স্বার্থে বিএনপির নেতা-কর্মীদেরকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর দিকনির্দেশনায় মাঠে কাজ করতে হবে। দলের সুনাম ক্ষুন্ন যেন না হয়। দলের নীতি নির্ধারণী বিরুদ্ধে কোন প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। সাধারণ মানুষ যেন হয়রানি শিকার না হয়। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তারা যেন দল থেকে ছিটকে না পড়ে।’