চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যােগে সমাজবিজ্ঞান ও আইন অনুষদের বিভাগসমূহের শিক্ষকদের অংশগ্রহণে ‘ট্রেনিং অন কোয়ালেটিভি ডাটা অ্যান্ড এনালাইসিসি সফওয়্যার’ শীর্ষক দুই দিনব্যাপী (২৮ ও ২৯ অক্টোবর ২০২৫) প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চবির উপাচার্য দপ্তরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।
মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আইকিউএসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ প্রতিটি অনুষদভিত্তিক শিক্ষকদের নিয়ে আরও করা দরকার। এতে শিক্ষকরা গবেষণার প্রতি আগ্রহ নিয়ে কাজ করবে পাশাপাশি গবেষণা কাজে দক্ষ হবে। অনুরোধ থাকবে যা শিখেছেন, সেটি আপনাদের কাজে চর্চা করবেন, বাস্তবে কাজে লাগাবেন; এতে কর্মশালাটি ফলপ্রসূ হবে।’
‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধি করার জন্য। এ জন্য শিক্ষকদের সহযোগিতা লাগবে। আপনারা গবেষণায় এগিয়ে এলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।’
মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা অনেক কিছুই শিখি। কিন্তু চর্চা না করার কারণে ভুলে যাই। আজকে যারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকে তা গবেষণায় কাজে লাগাবেন। এ আশাবাদ ব্যক্ত করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ধন্যবাদ জানান উপ-উপাচার্য (প্রশাসন)।’
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।
প্রশিক্ষণ কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. খাদিজা মিতু। প্রশিক্ষণ কর্মশালাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমাজবিজ্ঞান ও আইন অনুষদের প্রতিটি বিভাগ থেকে দুইজন করে শিক্ষক অংশ নেন।
















