কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ায় লকডাউন অমান্য করায় ৩ জনকে ২ মাসের সাজাও একজনকে ২ হাজার টাকা জরিমানা করছে উখিয়া উপজেলা প্রশাসন।
জানা গেছে শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ উখিয়ার কুতুপালং বাজার পরিদর্শন করেন।
এ সময় জরুরী কোন কাজ না থাকায় কুতুপালং বাজার এলাকায় ঘুরাঘুরি করায় ৪ জন কে আটক করা হয়, এর মধ্যে ৩ জন কে দুই মাসের সাজা প্রধান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট নিজাম উদ্দিন আহামেদ।
অপর জনকে ২ হাজার টাকা জরিমানা করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মুখপাত্র সালাউদ্দিন।
এ দিকে সকাল থেকে উখিয়ার বিভিন্ন পয়েন্টে বিজিবি, পুলিশ, সেনা বাহিনী, ও র্যাব সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে মাঠে দেখা গেছে।