সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সমুদ্রের চর উপকূলে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় রায়হান উদ্দিন রাজু নামের যুবকের মৃত্যু হয়েছে। মৃত রাজু আইআইইউসির ছাত্র ছিল।
সৈয়দ পুর ইউনিয়নের বগাচতর সমুদ্র চর উপকূলে মাছ শিকার করতে গিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে দুর্ঘটনার শিকার হন রাজু। দুপুর দুইটার দিকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ব্যাপারটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার।
নিহত রাজু উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের এনায়েতুল্লা হুজুর বাড়ির মো. ছলিমুল্লাহ খানের বড় সন্তান।
















