সীতাকুণ্ড, চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড ও লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণীর যৌথ আয়োজনে মধ্য বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দক্ষিণ বগাচরত, মহালংকা, মহানগর, বহরপুর, শেখেরহাট, লালানগরসহ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রন্থ মানুষের মাঝে এসব খাদ্য বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-বি৪’-এর গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক ডিস্ট্রিক গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।
উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার মোহাম্মদ ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার্স লায়ন মোহাম্মদ মীর্জা আকবর আলী চৌধুরী খোকন, জোন চেয়ারপার্সন লায়ন মো. সরোয়ার হোসাইন লাভলু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. গিয়াস উদ্দিন, জোন চেয়ারপার্সন লায়ন মো. বেলাল হোসেন, ডিস্ট্রিক ডিরেক্টর লায়ন কামরুদ্দোজা, ডিস্ট্রিক ডিরেক্টর লায়ন মো. ইউসুফ শাহ্, ক্লাবের সভাপতি লায়ন মো. নাছির উদ্দিন মানিক, অগ্রণী ক্লাবের সভাপতি লায়ন মো. দেলোয়ার, ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন নাজিমুজ্জামান রাশেদ, ক্লাবের ট্রেজারার লায়ন মো. নুরখান, উপজেলা স্কাউট কমিশনারইকবাল হোসেন, মধ্য বহরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমতিয়াজ, লায়ন এমএ ইলাহী আরাফাত, লিও ক্লাব সভাপতি লিও আল-হাসনাত মিনহাজ, রিজিয়ন ডিরেক্টর হেডকোর্য়াটার লিও জিয়াউল হক আরিফ, রিজিয়ন ডিরেক্টর হেডকোর্য়াটার লিও অনুপ দে, রিজিয়ন ডিরেক্টর লিও সালাউদ্দিন রুবেল, লিও ইমন, লিও আকবর, লিও ইএম বাশার, লিও মহিদুল আলম আবির, মেহেদী, সুমন।
















