চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংলিশ লিটারেরি ক্লাব ও সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিতসভায় এ কমিটি ঘোষণা করা হয়।
শাখাওয়াত হোসেন সাকিবকে সভাপতি ও মাসুমুল কবির রোহানকে সাধারণ সম্পাদক করে ২৮ জন বিশিষ্ট দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইংলিশ ডিবেটিং সোসাইটিতে শাখাওয়াত হোসেন সাকিবকে সভাপতি ও জান্নাতুল ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে নয়জন বিশিষ্ট দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ওই ডিবেটিং সোসাইটি ইংলিশ লিটারেরি ক্লাবের অধিভুক্ত ক্লাব।
ক্লাবের উপদেষ্টা প্যানেলের সম্মতিক্রমে ওই ক্লাবের এক বছর মেয়াদে কমিটির অনুমোদন দেয়া হয়।
















