ঢাকা: বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার।
বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বার্তায় আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু, অ্যাম্বেসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু শুভেচ্ছা জানান।
সংগঠনের পরিচালক (মিডিয়া ও ইনফেরমেশন) বিপ্লব পার্থ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় নেতারা বলেন, ‘বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করায় আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টার অত্যন্ত আনন্দিত। পুরো বিশ্বে শান্তির দূত হিসেবে মুহাম্মদ ইউনূসের পরিচিতি রয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা ভূমিকা রাখবেন।’
তার নেতৃত্বে নতুন বাংলাদেশের জন্ম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসের মূল্যবান সময় সমাজের সব অংশকে আশা ও শান্তি দিবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি, ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত ও আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। একই সাথে আন্দোলনে নিহতদের পরিবারের পাঁশে দাঁড়ানোর ঘোষণা দেন নেতারা।