সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রামে জেলার সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি অনু্ষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চত্বর পুকুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে কেএম রফিকুল ইসলাম বলেন, ‘মানসম্পন্ন খেলোয়াড় তৈরির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এ সাঁতার প্রশিক্ষণের ফলে অদূর ভবিষ্যতে এ উপজেলা থেকে ভাল মানের ক্রীড়াবিদ জাতীয় দলে অংশ নিয়ে বাংলাদেশকে পৃথিবীর দরবারে সম্মানীত করবে। এছাড়াও, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে এবং ছাত্র ও যুব সমাজকে বিপথে গমন থেকে রোধ করার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠন ও ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার লক্ষ্যে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে যুবকদের সুপথে রাখার প্রয়াস অব্যাহত রয়েছে। এর মাধ্যমে ২০৩০ সালে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক এবং ২০৪১ সালের মধ্যে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও অন্তর্ভূক্তিমূলক উচ্চ আয়ের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি।’
















