মিরসরাই, চট্টগ্রাম: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত মীরসরাই উপজেলার উদ্যোগে শাইখুল হাদীস আল্লামা বাকিবিল্লাহ সাদেকীর (রা.) ইছালে সাওয়াবের উদ্দেশ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার (১৩ জুলাই) বাদে আছর অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম মেম্বার মাওলানা ছালাহ উদ্দীন লতিফীর সভাপতিত্বে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা হল রুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত মিরসরাই উপজেলা উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা শফিউল হক, মাওলানা হাফিজ দেলোয়ার, মাওলানা মুহাম্মাদ আবদুল মান্নান, কার্যকরি পরিষদের অর্থ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।
মাহফিলে আলোচনায় অংশ নেন বাকিবিল্লাহ সাদেকীর (রা.) মেজ সাহেবজাদা সাংবাদিক নাজমুল আলিম সাদেকী, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ, মাওলানা মুহাম্মদ মিছবাহুল ইসলাম, মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসাইন।
আরো উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দীন, ছাত্রনেতা তসলিমুদ্দিন রাসেদ, মাওলানা মুহাম্মদ ফারুক মিয়া।
আয়োজনে বাকিবিল্লাহ সাদেকীর (রা.) স্মৃতিচারণ ও উনার বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরেন বক্তারা। উনার হাজার হাজার ছাত্র দেশের নানা প্রান্তে স্বনামে ছড়িয়ে আছে জানিয়ে উনার জন্য জান্নাতি জীবন প্রার্থনা করেন সৃষ্টিকর্তার নিকট। আল্লাহর কাছে চলে যাওয়ার মৃত্যু পরম্পরার ঘটনা তুলে ধরে এ মৃত্যুকে শহিদি মৃত্যু বলে আখ্যা দেন বক্তারা।
পরে বাকিবিল্লাহ সাদেকীর (রা.) রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
















