চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সাথে নৌকার ধাক্কায় পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতিসহ দুই যাত্রী নিখোঁজ হয়েছেন।
শনিবার (২২ জুন) সন্ধ্যা ছয়টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘বোয়ালখালী থেকে চট্টগ্রামে আসার সময় ফেরির সাথে একটি নৌকার ধাক্কা লাগে। এ সময় নৌকার দুইজন ফেরির নিচে পড়ে যায়।’
বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, ‘নিখোঁজ ব্যক্তির মধ্যে একজন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।’