ঢাকা: বাংলাদেশী হজযাত্রীদের জন্য হজপালন আরো নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মেটলাইফ বাংলাদেশের ফ্ল্যাগশিপ মোবাইল হেলথ অ্যাপ থ্রিসিক্সটি হেলথ দিন রাত ২৪ ঘণ্টা বিনামূল্যে অনলাইনে ডাক্তারের পরামর্শ দেয়ার ব্যবস্থা করেছে। এর ফলে প্রয়োজনের সময়ে দ্রুত ডাক্তারের পরামর্শ পাওয়া আরো সহজ হবে।
এ স্বাস্থ্য সেবাটি পাওয়ার জন্য আগামী ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। মেটলাইফের পলিসি না থাকলেও এ সেবা নেয়া যাবে। রেজিস্ট্রেশন করার পর এক বছর পর্যন্ত যত বার খুশি তত বার বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নেয়া যাবে।
হজ চলাকালীন পেশাদার চিকিৎসকের পরামর্শ অথবা জরুরি চিকিৎসা সেবা পাওয়া বেশ কঠিন ব্যাপার। এ সমস্যার সমাধানে থ্রিসিক্সটি হেলথ অ্যাপ এনেছে নয়া এ ফিচার। এ ফিচারের সাহায্যে হজযাত্রীরা যে কোন সময় যে কোন জায়গা থেকে চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।
মেটলাইফ বাংলাদেশের থ্রিসিক্সটি হেলথ একটি স্বাস্থ্য ও ফিটনেস-সংক্রান্ত অ্যাপ। এ অ্যাপে ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বাস্থ্যঝুঁকি নির্ণয়, স্বাস্থ্য টিপস, ফিটনেস ট্র্যাকার, স্বাস্থ্য সংক্রান্ত নিবন্ধ ও ভিডিওসহ আরো বহু সেবা। এছাড়া, এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন স্বাস্থ্য ও সুস্থতা (হেলথ অ্যান্ড ওয়েলনেস) পণ্য ক্রয় ও সেবা নেয়ার সময় বিশেষ ছাড় পাবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
অ্যাপটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা দশ লাখের বেশি ও এটি বাংলাদেশের জনপ্রিয় হেলথ অ্যাপ।