চট্টগ্রাম: চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার (১০ জুন) রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উৎসব হয়েছে।
সিবিইউএফটি কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী হাসিনা জাকারিয়া বেলা। বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর ওবায়দুল করিম ও ট্রেজারার প্রদীপ চক্রবর্ত্তী।
ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিবিইউএফটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাসিনা জাকারিয়া বেলা বলেন, ‘রবীন্দ্র-নজরুল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, তাদেরকে বাদ দিয়ে বাংলা সাহিত্য ও শিল্প-সংস্কৃতি কল্পনা করা যায় না। এক দিকে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। অন্য দিকে, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য-সংস্কৃতিকে বহুমাত্রিক বৈশিষ্ট্য দান করেছেন।’
ওবায়দুল করিম বলেন, ‘রবীন্দ্র-নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথ প্রদর্শক। তাঁদের লেখনিতে ছিল মানব কল্যাণ, প্রকৃতি-প্রেম, সমাজ বিপ্লবসহ যুগ পরিবর্তনের চেতনা ও দর্শন।’
প্রদীপ চক্রবর্ত্তী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ছিলেন মানবধর্মের কবি, মানবতার কবি। তাদের সাহিত্য সৃষ্টির মূল প্রতিপাদ্য ছিল মানুষ হিসেবে মানুষকে সর্বোচ্চ মূল্যায়ন করা ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।’
আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্বকবি ও বিদ্রোহীকবির সৃষ্টিকর্ম নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
















