চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পাহাড়তলীতে স্কুটির পেছনে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানার হাক্কানি পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিটির আকবরশাহ থানার বিশ্ব কলোনির মৃত ইয়াছিন বাবুলের মেয়ে ও চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী শারমিন আক্তার এবং তার বন্ধু মেহেদী হাসান আরিফ একই এলাকার জামাল উল্লাহর ছেলে।
প্রতক্ষ্যদর্শী রফিকুল ইসলাম বলেন, ‘শারমিন ও মেহেদী স্কুটি করে পেট্রোল পাম্প থেকে ছোট ব্রিজের উপর উঠার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শারমিন মারা যায়। আহত ছেলেকে আমরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সে। মেয়েটির গলায় চট্টগ্রাম আইন কলেজের আইডি কার্ড ছিল।’
নিহত শারমিনের ভাই জয় মামুন বলেন, ‘আমাদের এলাকার আরিফ ভাই ও আমার আপু বন্ধু ছিলেন। তারা স্কুটিতে করে আকবর শাহ থেকে কোর্ট বিল্ডিং যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুইজনের মৃত্যু হয়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আশিক বলেন, ‘দুপুর ১২টা ৫০ মিনিটে দুইজনকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। দুইজনের লাশ মর্গে রাখা হয়েছে।’