চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির হযরত আমানত শাহের মাজার শরীফ জেয়ারত করছেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে মন্ত্রী মাজার জেয়ারতে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী ঘনিষ্ঠ সহকর্মী শাহজাদা ফজলুর কবির খান বাবুল, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মির্জা গবেষক পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের মীর্জা, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, তানজিমুল মুসলিমুল এতিমখানার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমানুল্লাহ ও শেখ রাসেল স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক কোরবান আলী।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মাদ্রাসার মোতোয়াল্লী, মাওলানারা এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী হযরত আমানত শাহের মাজার শরীফ জেয়ারতকালে মোনাজাত পরিচালনা করেন শাহজাদা ফজলুর কবির খান বাবুল। মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদ ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।
			
		    















