চট্টগ্রাম: ভোরের বৃষ্টিতে স্নিগ্ধ কোমল সকাল স্বাগত জানিয়েছে চট্টগ্রামবাসীকে। এ সময়ে চট্টগ্রামের বিভিন্নস্থানে ভারী, মাঝারি ও হালকা বৃষ্টি হয়েছে।
চট্টগ্রামস্থ পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারেক শুক্রবার (৩ মে) সকাল ১১টায় সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার (২ মে) ভোর চারটা ৫০ মিনিট থেকে পাঁচটা ৪৫ মিনিট পর্যন্ত সিটির আমবাগান এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এ সময় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পক্ষান্তরে, পতেঙ্গায় নয় দশমিক দুই মিলিমিটিার বৃষ্টি হয়েছে। সীতাকুণ্ড, মিররসরাই ও বান্দরবানসহ পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া, সিটির বিভিন্নস্থানে ভোরের দিকে হালকা বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় বেশ কিছু গাছের ডালপালা ভেঙে পড়েছে। তবে, সমুদ্র উপকূলীয় এলাকায় তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে।
ভোরের এ বৃষ্টি গেল কয়েক দিনের তীব্র তাবদাহের মাঝে নগরবাসীকে স্বস্তির সকাল উপহার দিয়েছে। বিশেষ করে, সাপ্তাহিক ছুটির দিনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে একটি প্রশান্তির দিনের হাতছানি দিচ্ছে।
আবহওয়া অফিসও বলছে, শুক্রবার (৩ মে) পুরো দিন চট্টগ্রামের আকাশ মেঘলা থাকবে। সন্ধ্যার পর ফের বৃষ্টি হতে পারে।
















