নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ। মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রায় কয়েক শত মোটর সাইকেলসত অংশ নেন যুবলীগের প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
বুধবার (১ মে) বিকালের দিকে মো. রফিকুল ইসলামের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি, সাপমার, আলুটিলা বটতলী, কাজীপাড়া, হাতিয়াপাড়া, পলাশপুর হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে, আনরাস প্রতীকের সমর্থনে একটি মিছিল মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে মো. শহীদুল ইসলাম সোহাগ মাটিরাঙ্গার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে মো. রফিকুল ইসলামকে আনারস প্রতীকে ভোট দিয়ে ফের জয়ী করার আহবান জানান। এ সময় যুবলীগের নেতাকর্মীদের মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনের দিন (৮ মে) বিকাল পর্যন্ত মাঠে থাকার আহবান জানান তিনি।
মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বাবু, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহসভাপতি মো. জালাল মজুমদার, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহসভাপতি মো. শওকত আকবর, প্রচার সম্পাদক মো. জাফর আহাম্মদ, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সহসভাপতি জোগেশ সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক উশামং মারমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন।
















