রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘তারুণ্যের পরিবার’র পক্ষ থেকে তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে তিন হাজার পিস শাড়ী ও লুঙ্গি কাপড় বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সরফভাটার ইত্যাদি চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পরিবহন নেতা মো. আব্দুল মান্নানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এরশাদ মাহমুদ। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান, রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান হাবীব, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শরীফ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মহির উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের নেতা আকিত আসলাম।
















