চট্টগ্রাম: স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী আইনজীবী পরিষদের উদ্যোগে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক এডভোকেট মো. জামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট কাসেম কামাল, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মানব পাচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট হামিদুর রশিদ চৌধুরী, এডভোকেট নিখিল কুমার নাথ স্পেশাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদুর রহমান চৌধুরী, এডভোটেক সৈয়দ ইমতিয়াজউদ্দিন সোহেল, এডভোকেট মো. লোকমান, অর্থ সম্পাদক এডভোটেক আনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক এডভোকেট বিবেকানন্দ চৌধুরী, সদস্য এডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এডভোকেট মোহাম্মদ গালিব চৌধুরী।
















