কক্সবাজার: দ্রব্যমূল্যের উধ্বগতি রোধে বাজার সিন্ডিকেটকারীদের গ্রেফতার ও নিত্য পণের বাজারমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কক্সবাজারে জাতীয় যুব জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল চারটায় লালদীঘির পাড়স্থ জাসদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
যুব জোট কক্সবাজার জেলা সভাপতি অজিত কুমার দাশ হিমুর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর জাসদের সভাপতি মো. হোসাইন মাসু, সহ-সম্পাদক নুর আহমদ, মিজানুর রহমান বাহাদুর, কক্সবাজার জেলা জাসদ কার্যনির্বাহী সদস্য মো. আমান উল্লাহ, মো. রফিকুল ইসলাম, জাকের হোসেন, পৌর জাসদ নেতা মনির উদ্দিন, মো. দিদারুল আলম, জাতীয় যুব জোট কক্সবাজার জেলা সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রতন দাশ, সহ-সভাপতি লিটন দাশ, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, অর্থ সম্পাদক নুরুল হক, যুব মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি বেগম, পৌর যুব জোটের সাধারণ সম্পাদক মো. বাবুল, যুব জোট নেতা নবী হোসেন, নাছির উদ্দিন, মো. মামুন, শাহারুখ খান।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য বাজার সিন্ডিকেটেকারীদের দায়ী করে সমাবেশে নেতারা বলেন, ‘বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ব্যর্থ হওয়ায় বাজারে দ্রব্যমূল্যের দাম রোধ করা যাচ্ছে না। চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, পোল্ট্রি মুরগি, ডিমের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস ওঠেছে। বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্য পণ্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন। বাজার সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন বাজার সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়েছে।’
‘বর্তমান পরিস্থিতিতে ও রমজান মাসে জনগণের জীবনযাপনের খচর বহু বেড়ে যাবে। তাই, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে।’ বাজার নিয়ন্ত্রণে আনতে হলে বাজার সিন্ডিকেটকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় এনে কঠোরভাবে দমন করার দাবি জানান জাতীয় যুব জোটের নেতারা।