ডেস্ক রিপোর্ট: গেমাররা সাধারণত তাদের ডিভাইসকে গেমিংয়ের সঙ্গে মানানসই হিসেবে দেখতে চান। এমন ডিভাইসের প্রতি তারা বেশি আকৃষ্ট হন। গেমারদের এ আবেগের ব্যাপারটি মাথায় রেখে নয়া গেমিং ফোন আনবে ইনফিনিক্স। ডিপ-কাস্টমাইজড এমএলবিবি বক্সে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে প্রো-লেভেল গেমিং স্মার্টফোন হট ৪০ প্রো।
হট সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে সেরা ফোন হতে যাচ্ছে মাঝারি বাজেটের হট ৪০ প্রো। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বাজারে আসতে পারে এ ফোনটি। ডিভাইসটিকে সত্যিকারের গেমিং ফোন বানিয়ে তোলার জন্য এর প্রতিটি খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিয়েছে ইনফিনিক্স।
গেল ডিসেম্বরে বিশ্ববাজারে আসে ইনফিনিক্সের হট ৪০ সিরিজ। এ সিরিজের অন্তর্ভুক্ত তিনটি মডেল হল ইনফিনিক্স হট ৪০, হট ৪০আই এবং হট ৪০ প্রো। গেল জানুয়ারিতে বাংলাদেশের বাজারে আসে হট ৪০আই। ১৩ হাজার ৯৯৯ টাকা দামের ফোনটি গ্রাহকদের কাছ থেকে বেশ ভাল সাড়া পেয়েছে।
বাজেটের মধ্যে বাংলাদেশি তরুণদের সেরা অভিজ্ঞতা দেয়ার জন্যই ডিজাইন করা হয়েছে হট ৪০ প্রো। ১২৮ জিবি বা ২৫৬ জিবি ভার্সনের ফোনটিতে থাকতে পারে সেরা প্রসেসর হেলিও জি৯৯। হট ৪০ প্রোর কোন ভার্সন, কত দামে ও কখন বাংলাদেশের বাজারে আসছে, তা এখনো নিশ্চিত করা হয়নি। গেমিং ফোনের এ এমএলবিবি সংস্করণটি ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশেই একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। বাংলাদেশের বাজারে একমাত্র ব্র্যান্ড হিসেবে এ ট্রেন্ড এনেছে ইনফিনিক্স।
তরুণদের আগ্রহ ও প্রত্যাশার কথা বিবেচনা করে এ ফোনে যুক্ত করা হয়েছে বড় স্ক্রিন ও ব্যাটারি, ফাস্ট চার্জিং, হাই রিফ্রেশ রেট, সর্বশেষ নেটওয়ার্ক প্রযুক্তি, শক্তিশালী চিপসেট ও বিশেষত এক্স-বুস্ট গেমিং প্রযুক্তি। পাশাপাশি, ক্যামেরা ও অন্যান্য সাধারণ ফিচারেও নজর দিয়েছে ইনফিনিক্স। হট ৪০ প্রো-কে কেন্দ্র করে বাংলাদেশে দারুণ সব অফার আনারও পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।
মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং (এমএলবিবি) একটি মোবাইল মাল্টিপ্লেয়ার ব্যাটল অ্যারেনা গেম। সম্প্রতি বাংলাদেশের গেমাররাও এ গেমের প্রতি আগ্রহী হচ্ছেন। গেল বছর এমএলবিবির সঙ্গে যৌথভাবে বাংলাদেশে প্রথম বারের মত ইলেকট্রনিক গেমিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে ইনফিনিক্স। গেমিংয়ের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা দেয়ার জন্য ইনফিনিক্স এবং এমএলবিবির মধ্যে অফিশিয়াল পার্টনারশিপ রয়েছে।