বৈরুত, লেবানন: ফিলিস্তিনের সংগঠন হামাসের লেবাননভিত্তিক একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘গাজায় ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন চালিয়ে যাওয়ার উদ্দেশ্য গণহত্যা।’
লেবানন রাজধানী বৈরুতে সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেছেন, ‘নেতানিয়াহুর আগ্রাসন অব্যাহত রাখার ওপর জোর দেয়া সম্পূর্ণভাবে নিশ্চিত করে যে, গাজায় গণহত্যা চালানোই তার লক্ষ্য।’
তিনি আরো বলেছেন, ‘আমরা আমাদের জনগণকে রক্ষায় সব ধরনের প্রচেষ্টাই চালাব। হোক সেটা স্থল প্রতিরোধ কিংবা রাজনৈতিক।’
বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার (৭ ফেব্রুয়ারি) হামাসের যুদ্ধবিরতির দাবিকে নাকচ করে সেনাদের গাজার দক্ষিণে রাফায় এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যেখানে দশ লাখেরও বেশি ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে।
তার এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আশাকে ম্লান করে দিয়েছে। ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে এসে এ চুক্তিকে ‘অপরিহার্য’ বলে মন্তব্য করেছিলেন।
এ দিকে, মিসরের একজন কর্মকর্তা জানিয়েছেন, মিশরের কায়রোয় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নয়া করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হচ্ছে।
















