ঢাকা: স্মার্টফোন প্রেমীদের অনন্য অভিজ্ঞতা দিতে পরিচিত ব্র্যান্ড রিয়েলমি সাময়িক বিরতির পর ফের স্মার্টফোনের বাজার কাঁপাতে নয়া একটি ডিভাইস আনতে যাচ্ছে। মোবাইল ব্যবহারকারীদের জন্য এক নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে সি-সিরিজের এ নয়া ডিভাইসটি। সিরিজের সবচেয়ে উন্নত প্রযুক্তির স্মার্টফোন হতে যাচ্ছে রিয়েলমির এ মুঠোফোন। জানুয়ারির শুরুতে ব্র্যান্ড রিফ্রেশ করার পর, স্মার্টফোন ইউজারদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে এ অসাধারণ উদ্যোগ নিয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
নয়া এ ডিভাইসে থাকতে পারে সিরিজের সেরা ফিচারসমৃদ্ধ একটি উন্নত ক্যামেরাসহ একটি নতুন ও শক্তিশালী প্রসেসর। এ গুঞ্জন সত্যি হলে ফটোগ্রাফির সক্ষমতা ও প্রসেসরের দক্ষতার সমন্বয়ে তৈরি এ ডিভাইসটি সি-সিরিজ সেগমেন্টে এক অনন্য মাইলফলক অর্জন করবে। তাছাড়া, উন্নত এ স্মার্টফোনটিকে নিয়ে থাকা প্রত্যাশাকে এটি আরো ছাড়িয়ে যাবে।
নয়া এ স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা এখন পর্যন্ত সি-সিরিজের আসা সব ফোনের সেরা ভার্সন। আপগ্রেড হওয়া এ ক্যামেরায় সেগমেন্টের প্রথম শক্তিশালী ইন-সেন্সর জুম ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে চমৎকার গভীরতা ও স্পষ্টতার সাথে গুরুত্বপূর্ণ শট নেয়া সম্ভব। এছাড়াও, এ স্মার্টফোনের সি-সিরিজের জন্য প্রথম বারের মত স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে বলেও শোনা গেছে। রিয়েলমির এ ডিভাইসে একটি ফ্ল্যাগশিপের মত ডিজাইন আনা হয়েছে। অনন্য ফিচার সমৃদ্ধ এ ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতি পূরণে সফল হবে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা।
এ স্মার্টফোনের ক্যামেরায় বিভিন্ন আপগ্রেড আনা হয়েছে। এর ফলে, কেউ সহজেই বৈচিত্র্যময় ফটোগ্রাফির অভিজ্ঞতার জন্য দারুণ দারুণ শট নিতে পারেন। ফোনটির স্ন্যাপড্রাগন প্রসেসরের প্রতি বাজার বিশেষজ্ঞদের আস্থা রয়েছে। এ প্রসেসর গেমিং ও মাল্টি-টাস্কিংয়ের জন্য উন্নত পাওয়ার, দক্ষতা ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি দেয়। তাই, ফোনটির প্রত্যাশিত জনপ্রিয়তা যে আশাহত করার মত নয়, তা বলাই যায়।
রিয়েলমির নয়া সংযোজন এই সি-সিরিজে রয়েছে অসাধারণ ফিচারের সমাহার, যা স্মার্টফোন ব্যবহারকারীদের অতুলনীয় অভিজ্ঞতা দেয়ার ক্ষেত্রে এক নতুন মাপকাঠি স্থাপন করবে। গুণগত মান ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি পালনের জন্য রিয়েলমি থারাবাহিকভাবে বিভিন্ন নয়া ফিচার যুক্ত করছে। এর মাধ্যমে নিজের অগ্রগতি অব্যাহত রেখে চলেছে রিয়েলমি।