ঢাকা: এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রি-পেইড কার্ড থেকে সকল ধরনের আর্থিক লেনদেন করতে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।
সম্প্রতি প্রধান অতিথি হিসেবে বাংলা কিউআর কোডে কক্সবাজার থেকে লাইভ ট্রানজেকশনের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমানসহ সব শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক ক্যাশলেস সোসাইটিতে ঢুকল।
‘বাংলা কিউআর’ কোডে লেনদেনের ফলে গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হবে না। এর ফলে, ব্যবসায়ীরা প্রতিষ্ঠানে একটি কিউআর কোড দেখিয়ে লেনদেন করতে পারবেন। কিউআর কোড ব্যবহার করে বাংলাদেশে আসা বিদেশি, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্যটকরা আন্তঃযোগাযোগ সমাধান হিসেবে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।
দেশের লেনদেন ব্যবস্থায় নয়া মাত্রা যোগ করার পাশাপাশি আর্থিক সেবা পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়।
















