ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চারদিনের চট্টগ্রাম পর্ব আগামীকাল শুক্রবার ২৮ (জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ।গতকাল বুধবার সন্ধ্যায় ৬টি দল পৌঁছেছে।
এদিন সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনও করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের বিরুদ্ধে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল, বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স খেলবে।
সোমবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস, বিকাল সাড়ে ৫টায় খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল এর মুখোমুখি হবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা ভিক্টোরিয়ানস-মিনিস্টার ঢাকা, বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল খেলবে। ঢাকা পর্বের প্রথম রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় র্শীষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড বন্দরনগরীর ভেন্যুটির। ২০১৯ সালে ষষ্ঠ আসরে রংপুর রাইডার্স ২৩৯ রান তুলেছিল চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে। পরের পাঁচটি সর্বোচ্চ ইনিংসও সাগরিকার মাঠটির দখলে।
















