আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৮০ জনের। একই সময়ে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ৭৪ জনের। এনিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৯৬১ এবং ৫৬ লাখ ৯ হাজার ৭০৯ জনে।
গত এক দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৫২ জন। এতে এখন পর্যন্ত করোনায় থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৮৫৩ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, সুস্থ ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে সোমবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ও শনাক্ত হয়েছে ৮৪১ এবং ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন।
এরপরই মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ৬৮১ জন, আর শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থা রয়েছে ফ্রান্স ৩ লাখ ৮৯ হাজার ৩২০ জন।
ভারতেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কম না। দেশটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫১১ ও ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জনে।
এছাড়া গত একদিনে মৃত্যুর দিক দিয়ে শতক অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে- ব্রাজিল, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, জার্মানি, আর্জেন্টিনা, কলোম্বিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, কানাডা, পেরু এবং ভিয়েতনাম।
















