ক্রীড়া ডেস্ক :
পেপ গার্দিওলা আর রবার্তো মানচিনিকে পেছনে ফেলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিয়েছেন টমাস টুখেল। এছাড়া বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসির এডুয়ার্ড মেন্ডি। দুজনই প্রতিনিধিত্ব করেন ফুটবল ক্লাব চেলসিকে।
বর্ষসেরা কোচের পুরস্কারটা যে টুখেল পেতে যাচ্ছেন, তা কিছুটা অনুমেয়ই ছিল। গত ডিসেম্বরে পিএসজি থেকে ছাঁটাই হওয়ার পরের মাসে দায়িত্ব নেন ইংলিশ ক্লাবটির। টুখেলের ছোঁয়ায় বদলে যায় চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪ ম্যাচে অপরাজিত ছিল দলটি।
খেলে এফএ কাপের ফাইনাল। প্রিমিয়ার লিগ তারা শেষ করে চতুর্থ হয়ে। তবে সব ছাপিয়ে আলোচনার জন্ম দেয় চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে আর রোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় শিরোপা জেতে টুখেলের শিষ্যরা।
এদিকে টুখেলের শিষ্য মেন্ডি হয়েছেন সেরা গোলরক্ষক। এই অর্জনে পেছনে ফেলেছেন ইউরোজয়ী জানলুইজি ডনারুম্মা আর বুন্দেসলিগা জয়ী ম্যানুয়েল নুয়্যারকে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন মেন্ডি। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে সেনেগালের ফাইনাল রাউন্ডে ওঠার ভূমিকা ছিল তার।
















