নিউজ ডেস্ক :
ভারি তুষারপাতে গাড়িতে আটকা পড়ে পাকিস্তানে ৯ শিশুসহ ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মারিতে এ ঘটনা ঘটেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সেখানে আটকা পড়ে থাকা লোকজনকে উদ্ধারে সামরিক বাহিনী রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ জানান, তুষারঝড়ের সময় একটি মহাসড়কে প্রায় হাজারখানেক গাড়ি আটকা পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী ইসলামাবাদের উত্তরে একটি পাহাড়ি অবসর বিনোদন শহর মারি। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুষারের কারণে পর্যটকরা শহরটিতে আটকা পড়ছেন।
সম্প্রতি মারিতে অস্বাভাবিক ভারি তুষারপাত হচ্ছে। এই তুষারপাত দেখতে সেখানে হঠাৎ করে প্রচুর পর্যটক হাজির হয়েছেন। গত কয়েকদিনে মারিতে এক লাখেরও বেশি গাড়ি ঢুকেছে বলে জানা গেছে। এতে শহরটির দিকে যাওয়া ও বের হয়ে আসার পথগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে সেখানে এতো পর্যটকের সমাগম হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ। একটি মহাসড়কে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়ে আছে বলে জানিয়েছেন তিনি। মারির বাসিন্দারা গাড়িগুলোয় আটকা পড়া আরোহীদের খাবার ও কম্বল দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ওই এলাকাকে ‘দুর্যোগ কবলিত এলাকা’ ঘোষণা করা হয়েছে। লোকজনকে এলাকাটি থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছে তারা।
প্রশাসন মারির দিকে যাওয়া সব পথ বন্ধ করে দিয়েছে, এখন শুধু খাবার ও কম্বলবাহী গাড়িগুলোকে সেখানে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শনিবার দুপুর পর্যন্ত গাড়িতে আটকা এক হাজার ১২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকটি গাড়ির ভেতরে ২১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে।
















