কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার কলাতলি ডলফিন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শুক্রবার ৭ জানুয়ারী রাত ৯টা ৪০ মিনিটের সময় কলাতলি রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহর থেকে কলাতলি ডলফিন মোড় অভিমুখি এজে আর গ্রুপ নামের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো- ট-১৩-৭৬৭৯) একই দিকে আসছিল। পথিমধ্যে কলাতলি ডলফিন মোড় ট্রাফিক পুলিশ বক্সের কাছেই বেপরোয়া কাভার্ড ভ্যানটি ওই মোটরসাইকেল ( নং- কক্সবাজার-হ-১১-২৬১২) কে পিছন থেকে ধাক্কা দেয়। এতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেল চালক আশরাফ। নীল রঙ্গের ইয়ামাহা মোটর সাইকেলটি কলাতলি অভিমুখে আসছিল।
পথচারীরা জানান, শহর থেকে পিছনে পিছনে আসা কাভার্ড ভ্যানটি পিছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পথচারী ও কলাতলি ডলফিন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ঘটনার পরপরই
কাভার্ড ভ্যান চালক কৌশলে পালিয়ে যায়। দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
নিহত মোটরসাইকেল চালক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লারপাড়ার সেনায়েত আলীর ছেলে মো. আশরাফ প্রকাশ আশু (৩৫)।
কলাতলি ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর নির্মল দেব নাথ জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ী দুটি উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।