স্পোর্টস ডেস্ক :
বিদায়ী বছর স্বপ্নের মতো কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ঘরে কিংভা বাহির যেখানেই খেলেছেন মুগ্ধতা ছড়িয়ে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন পাকিস্তানের কিপার-ব্যাটার। সাদা কিংবা রঙিন সব জার্সিতেই সমান তালে ছুটেছেন রিজওয়ান। পাশাপাশি উইকেটের পেছনেও দলটির আস্থার প্রতীক হয়েছিলেন ২৯ বছর বয়সী এই উইকেটকিপার।
আর এমন অনবদ্য পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ সতীর্থ অধিনায়ক বাবর আজম, পেসার শাহিন আফ্রিদিকে ছাপিয়ে ২০২১ সালের পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সেই সঙ্গে হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পাকিস্তানি ক্রিকেটারদের ২০২১ সালের দুর্দান্ত পারফরম্যান্সকে স্মরণীয় করে রাখতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু করোনার নতুন রূপের দ্রুত প্রাদুর্ভাবের কারণে অনুষ্ঠানটি হয়েছে ভার্চুয়ালি।
রিজওয়ান বিদায়ী বছরে ৯টি টেস্টে ৪৫৫ রান, ৬টি ওয়ানডেতে ১৩৪ রান এবং ২৯টি টি-টোয়েন্টিতে ১৩২৬ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। যেখানে কুড়ি ওভারের ক্রিকেটে এই কিপার-ব্যাটারের ১৩২৬ রান শুধু পাকিস্তানেরই নয় বরং এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের বিশ্বরেকর্ডও বটে। পাশাপাশি গ্লাভস হাতে তিন সংস্করণে ৫৬টি ডিসমিশালও রয়েছে রিজওয়ানের নামের পাশে।
অন্যদিকে, ২০২১ সালের পাকিস্তানের বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন অলরাউন্ডার নিদা দার। গেল বছর ১০ ওয়ানডেতে ৩৩৬ রান করার পাশাপাশি ৬ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৬ টি-টোয়েন্টিতে ৯৫ রান এবং ৫ উইকেট তুলে নিয়েছেন নিদা।
















