নিজস্ব প্রতিবেদক :
আবারো করোনার হানায় বিপর্যস্ত ক্রীড়া বিশ্ব। কোভিড পজিটিভ লিওনেল মেসি। এ আর্জেন্টাইন গ্রেট ছাড়াও বৈশ্বিক মহামারির কবলে পিএসজির তিন ফুটবলার। এর আগে করোনায় আক্রান্ত হন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ক্রিস সিলভারউডও।
করোনার তৃতীয় ঢেউয়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফ্রান্স। প্রতিদিন দু’লাখের বেশি বৈশ্বিক মহামারিতে আক্রান্ত হচ্ছে ইউরোপের দেশটিতে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুঃসংবাদ এলো সেখান থেকেই। বড়দিনের ছুটি কাটিয়ে ফিরে কোভিড পজিটিভ লিওনেল মেসি। ক্ষুদে জাদুকর ছাড়াও ভাইরাসের কবলে পিএসজির হুয়ান বেরনাত, সার্জিও রিকো এবং নাথান বিতুমাজালা। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে পারি সাঁ জার্মেই।
ভেনতোর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ খেলতে যাওয়া হচ্ছে না আর্জেন্টাইন সুপারস্টারের। এমনকি নয় জানুয়ারি লিঁওর বিপক্ষে ফ্রেঞ্চ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছেন এল এম থর্টি।
পুরোপুরি সুস্থ থাকলেও আইসোলেশনে মেসি। ফ্রান্স সরকারের নতুন নিয়ম অনুযায়ী টিকা দেয়া ব্যক্তি করোনা আক্রান্ত হলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। তবে পাঁচদিন পর কোভিড নেগেটিভ হলে বের হতে পারবেন। লিটল ম্যাজিশিয়ানের করোনা আর নেইমারের ইনজুরিতে বিপাকে পিএসজি বস মাওরিসিও পচেত্তিনো।
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বলেন, আমরা স্বাস্থ্যকে সবার আগে গুরুত্ব দেই। তাই এ বিষয়ে ছাড় দেয়ার সুযোগ নেই।
ফ্রেঞ্চ লিগ ইতোমধ্যেই স্থগিত হয়েছে অঁজে আর সাঁ এতিয়ের ম্যাচ। পিএসজির চেয়েও করুন হাল মোনাকোর। সাতজন পজিটিভ তাদের।
করোনায় টালমাটাল ইউরোপের অন্য লিগগুলোও। ২০ থেকে ২৬ ডিসেম্বর ৭ দিনে ১০৩ ইংলিশ লিগ ফুটবলার ও স্টাফ কোভিড পজিটিভ। গেল মাসে স্থগিত হয়েছে ১৬ ইপিএল ম্যাচ। বার্সেলোনা, অ্যাতলেটিকো, রিয়ালের মত ক্লাবগুলোতে করোনার হানা থাকলেও ম্যাচ চালিয়ে যাচ্ছে লা লিগা। কোভিডের কারণে মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচে ১১ ফুটবলারকে পায়নি ব্লুগরানাররা।
ক্রিকেট বিশ্বেও করোনার ছোঁয়া লেগেছে। কোভিড পজিটিভ ইংলিশ কোচ ক্রিস সিলভারউড।
















