নিজস্ব প্রতিবেদক :
করোনার কারণে লম্বা সময় পর লিগের ম্যাচ খেলতে নেমে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই হতাশা কাটিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। বার্নলিকে ৩-১ ব্যবধানে হারিয়ে বছরের শেষ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন রেড ডেভিলদের।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। বার্নলির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোনালদো। ক্রসবারের ওপর দিয়ে যায় তার শট। অবশ্য পরের মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাসন গ্রিনউডের পাস পেয়ে যান ম্যাকটমিনে, আলগা বলে নিচু শটে জাল খুঁজে নেন তিনি।
২৭তম মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। জ্যাডন স্যানচোর নেওয়া শট এই বার্নলি ফুটবলারের পায়ে লেগে জালে জড়ায়। ৩৫তম মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। ম্যাকটমিনের শট রিবাউন্ডে জালে পাঠায় পর্তুগিজ ফরোয়ার্ড।
অবশ্য প্রথমার্ধেই ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বার্নলি। তিন মিনিট পর অ্যারন লেননের গোলে ব্যবধান কমায় তারা। অবশ্য সেই গোল যথেষ্ট ছিল না। ম্যাচের বাকি সময়টুকুতে আর কোন গোলের দেখা পায়নি দুই দল। ফলে জয় দিয়েই বছর শেষ করে হ্যারি ম্যাগুইয়েরোর দল।
এই জয়ে ১৮ ম্যাচে দলটির পয়েন্ট ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যান ইউ। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তাদের সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল।
















