কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ৮৫০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আজ ২৪ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ উপপরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদের আটক করেন বলে জানা যায়।
আটকৃতরা হল রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে পান্জেগানা এলাকার নুর আহমদের ছেলে আব্দুল গনি (৩৫), একই ইউনিয়নের নারিকেল বাগান এলাকার জালাল আহমদের ছেলে সাগর খান (২০) অপরজন সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিন ডিকপাড়া এলাকার নুরুল হকের ছেলে শফি উল্লাহ (৩৮)। উল্লেখ্য আটককৃত শফি উল্লাহ সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে রামুর রাজারকুলে স্থায়ীভাবে বসবাস করছেন।
এদিকে অভিযান পরিচালনা করে তাদের আটকের পর উপস্থিত জনতা ও সংবাদকর্মীদের সামনে রামু থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে ইয়াবা গণনা করে জব্দ করা হয়।
রামু থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক ২:৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা করি। দীর্ঘসময় অভিযান পরিচালনা করে রামু চৌমহুনী স্বপ্নপুরি রাস্তার মাথা থেকে ৮৫০ পিচ ইয়াবা সহ তাদের আটক করতে সক্ষম হই। তাদের সাথে থাকা ৪ টি মোবাইল ফোন সহ একটি মোটর চালিত টমটম জব্দ করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিদিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।