অনলাইন ডেস্ক :
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৭৮ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ২৭৮ জন।
এর আগের দিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬ লাখ ৯০ হাজার ২৬৯ জন। আর মৃত্যুর সংখ্যা ৮ হাজার ১১১ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ৯৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় সুস্থতার সংখ্যা ২৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার ৪০৮ জন।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওয়ামিটাস থেকে শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
গত এক দিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ১৪৯২ জনের মৃত্যু এবং ১ লাখ ২৯ হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মৃত্যু ও শনাক্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৪ হাজার ২২৫ জন। আর শনাক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৩৩ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়াতে নতুন করে ১১৭৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭৫২ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ৯৫ হাজার ৫৯৭ জন। আর মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮২৩ জন।
গত একদিনে শনাক্তের শীর্ষে থাকা জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৮৩২ জন। আর মৃত্যু হয়েছে ৫৭১ জনের। এ নিয়ে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৪ হাজার ৯৩২ জন। আর আক্রান্ত হয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৫৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫৯ জনের, ব্রাজিলে ২৩১ জনের, যুক্তরাজ্যে ১৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকোতে ২৮৯ জন, পোল্যান্ডে ৫৯১ জন, ইউক্রেনে ৪৫০ জন আক্রান্ত হয়েছে।
















