নিজস্ব প্রতিবেদক :
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরে ক্রাইস্টচার্চে পা রাখেন মুমিনুলরা। সেখানে আগামী ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তারা। শেষে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবেন টাইগাররা।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে আসেন লাল-সবুজরা। তবে সিরিজে একটি ম্যাচও জিততে পারেননি তারা।
গত সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয় তারা। পরে ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।
আগামী বছরের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
গত ৮ ডিসেম্বর রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন মুশফিকরা।
বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ফজলে রাব্বি মাহমুদ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।
















