আন্তর্জাতিক ডেস্ক :
মহামারি করোনার রোষানলে পুড়ছে একের পর এক প্রাণ। বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। নির্মম এ ধারাবাহিকতায় শুক্রবার বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ২৩৬ জন।
প্রাণঘাতী করোনার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে ফের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এ রোগে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়।
যদিও বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ১৪ হাজার ৪৩৬ জন এবং মৃতের সংখ্যা ছিল ৭ হাজার ৪৭৯ জন।
শনিবার সকালে করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬২ জন এবং করোনায় এই দিন দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের।
একই দিন এ রোগে রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন করোনা রোগী, যা ছিল দৈনিক হিসেবে করোনায় কোনো একক দেশের সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি, শুক্রবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩০জন।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়া অন্যান্য কয়েকটি দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। জার্মানিতে নতুন আক্রান্ত ৭০ হাজার ৬৮১, মৃত্যু ৩৯৯; যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৫০ হাজার ৩৭৫, মৃত্যু ১৪৩; ফ্রান্সে নতুন আক্রান্ত ৪৯ হাজার ৮৫৮, মৃত্যু ১২৭; পোল্যান্ডে নতুন আক্রান্ত ২৬ হাজার ৯৬৫, মৃত্যু ৪৭০ ও বেলজিয়ামে নতুন আক্রান্ত ২৩ হাজার ১১৩, মৃত্যু ৪৮।
















