কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও বাজারে জনগুরুত্বপূর্ণ স্থান সমুহে নিরাপত্তা নিশ্চিতকরণে সিসি ক্যামেরা স্থাপনের দাবী উঠেছে।
ব্যস্তবহুল এ বাজার থেকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় করলেও উন্নয়নের কাজ হচ্ছে সীমিত। এখানে রয়েছে বিভিন্নর ব্যাংক-বীমা, ক্লিনিক-হাসপাতাল, এনজিও অফিস, বিভিন্ন মার্কেট, শপিংমলসহ প্রায় চার সহস্রাধিকের মত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে ঐতিহ্যবাহী তিনটি শিক্ষা প্রতিষ্ঠান।
তৎমধ্য ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, দারুল ফাতাহ একাডেমী। সবমিলিয়ে একটি ব্যস্ততম উপশহরে পরিণত হয়েছে ঈদগাঁও বাজারটি। বাজারে ডাকাতি, চুরি ও লুটসহ হরেক রকমের ঘটনা করে পার পেয়ে যেতে পারে, এমনকি অপকর্মসহ মানুষের জানমালের নিরাপত্তা ব্যাঘাত ঘটতে পারে এমনই আশংকা করা করছে অভিজ্ঞ মহল।
বাজারের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমল বদন্যতায় বহুপূর্বে এ বাজারের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামরা স্থাপন করেছিল। এগুলো কিছুদিন যেতে না যেতেই রক্ষণাবেক্ষনের ও তদারকির অভাবে নষ্ট হয়ে যায়। সে থেকে অদ্যবদি পর্যন্তও সিসি ক্যামরাগুলো সংস্কার বা পুন:স্থাপন করা হয়নি। ফলে সর্বমহলে হতাশা বিরাজ করছে।
ব্যবসায়ী ফরিদুল আলম জানান, সিসি ক্যামরার মাধ্যমে নানান অপরাধ অপকর্ম শনাক্তকরণসহ পুলিশী তদন্তের স্বার্থে সহজতর হয়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরাও একটা গুরুত্বপূর্ণ জিনিস বটে।
সেচ্ছাসেবী সংগঠক রানা জানান,অপরাধ-অপকর্ম থেকে নিরাপত্তা রাখতে সিসি ক্যামেরা স্থাপন সময়ের গনদাবী।
এমতাবস্থায় ঈদগাঁও বাজার দক্ষিণ পার্শ্ব মেডিক্যাল সেন্টার পয়েন্ট, ভূমি অফিসের ত্রিমুখী পয়েন্ট, হাসপাতাল সড়ক, শাপলা চত্বর চৌরাস্তার মোড়, স্বর্ণপল্লী, কাপড় গলি, মাছ বাজার, বাঁশঘাটা ব্রীজ, পুরাতন পুলিশ বিট পয়েন্ট এলাকাটি সিসি ক্যামেরায় আওতায় এনে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরী বলে মনে করেন সচেতন লোকজনসহ ব্যবসায়ীরা।