একদিন পরেই একই ভেন্যুতে, একই সময়ে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল।
টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে আজ গত ম্যাচসেরা হাসান আলিকে বসিয়ে রেখে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে নেমেছেন বাবর আজম।
আর সেই আফ্রিদিই তুরুপের তাস হয়ে খেলছেন। একাদশে ফিরে খুব একটা সময় নিলেন না শাহিন। ম্যাচের প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন সাইফ হাসানকে। অভিষেক ম্যাচে ১ রানে আউট হওয়ার পর তরুণ ওপেনার এবার আউট হলেন প্রথম বলেই।
আফ্রিদির ফুল লেংথ বল পিচ করে ভেতরে ঢোকে। ওই গতির বল বুঝেই উঠতে পারেননি সাইফ। বল গিয়ে লাগে প্যাডে। প্রথমে জোরালো আবেদন সাড়া দেননি আম্পায়ার তানভির আহমেদ। তবে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান।
গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন সাইফ। সাইফের পথই অনুসরণ করলেন আরেক ওপেনার নাঈম শেখ।
পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমের শিকারে পরিণত হন তিনি।
৮ বলে ২ রান করে সমাপ্ত হয় নাঈমের ইনিংস। এই দুই ওপেনারের বিদায়ে মাঠে এখন নতুন দুই ব্যাটসম্যান আফিফ ও শান্ত।
গত ম্যাচের মতো আফিফ আজকেও দুর্দান্ত শুরু করেছেন। শাহিনের বলে ছক্কা হাঁকিয়েছেন ইতোমধ্যে।
খেলার এই পর্যায়ে ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রগ ২ উইকেটে ১৭ রান।
















